১। ঢাকা শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুসারে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ইংরেজি ভার্সন ও বাংলা মাধ্যমে (বিজ্ঞান,ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ) ছাত্র- ছাত্রী ভর্তি চলছে।

২। আবেদন প্রক্রিয়ার আবেদনকারীকে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.xiclassadmission.gov.bd) এ Apply Online এ Click করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে কমপক্ষে ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম উল্লেখপূর্বক আবেদন করতে হবে। পছন্দক্রমের তালিকায় অবশ্যই বাংলাদেশ কমার্স কলেজ ঢাকাকে ১ (এক) নম্বরে রাখতে হবে।

৩। বোর্ড কর্তৃক আবেদন গ্রহণের সময়সূচিঃ ১০ আগস্ট হতে ২০ আগস্ট ২০২৩ পর্যন্ত।

৪। প্রথম পর্যায়ে নিশ্চায়নঃ প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশের (৫ সেপ্টেম্বর) পর ৭ সেপ্টেম্বর ২০২৩ হতে ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখের মধ্যে শিক্ষার্থীকে নিশ্চায়ন ফি দিয়ে প্রাথমিক Selection নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন না করলে Selection ও আবেদন বাতিল হয়ে যাবে।

৫। দ্বিতীয় পর্যায়ে আবেদনঃ প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশের পর ১২ সেপ্টেম্বর হতে ১৪ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত) (রাত ৮:০০টা পর্যন্ত) তারিখের মধ্যে শিক্ষার্থীকে বোর্ডের নিয়মানুসারে আবেদন করতে হবে।

৬। দ্বিতীয় পর্যায়ে নিশ্চায়নঃ দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশের পর ১৭ সেপ্টেম্বর ২০২৩ হতে ১৮ সেপ্টেম্বর ২০২৩ (রাত ৮:০০টা পর্যন্ত) তারিখের মধ্যে শিক্ষার্থীর দ্বিতীয় পর্যায়ের Selection নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন না করলে Selection ও আবেদন বাতিল হয়ে যাবে৷

৭। তৃতীয় পর্যায়ে আবেদনঃ দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশের পর ২০ সেপ্টেম্বর ২০২৩ হতে ২১ সেপ্টেম্বর ২০২৩ শিক্ষার্থীরা বোর্ডের নিয়মানুসারে আবেদন করতে পারবে।

৮। তৃতীয় পর্যায়ে নিশ্চায়নঃ তৃতীয় পর্যায়ের ফলাফল প্রকাশের পর ২৪ সেপ্টেম্বর ২০২৩ হতে ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখের মধ্যে শিক্ষার্থীর তৃতীয় পর্যায়ের Selection নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন না করলে Selections আবেদন বাতিল হয়ে যাবে।

৯। ভর্তির সময়সীমাঃ ২৬ সেপ্টেম্বর ২০২৩ হতে ৫ অক্টোবর ২০২৩ পর্যন্ত।

১০। ভর্তি কার্যক্রমঃ ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বোর্ড কর্তৃক প্রদত্ত নির্দেশনা অনুসরণ করে সম্পন্ন করতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অন্যান্য নিয়মাবলি কলেজের ওয়েবসাইট www.mahaad.com থেকে জানা যাবে। এছাড়াও নিম্নোক্ত মোবাইল নম্বরসমূহে যোগাযোগের মাধ্যমে আগামী ১০ আগস্ট ২০২৩ হতে ৫ অক্টোবর ২০২৩ পর্যন্ত সকাল ৯.০০টা থেকে বিকাল ৪.০০টা পর্যন্ত (শুক্র ও সরকারি ছুটির দিন ব্যতীত) প্রয়োজনীয় তথ্য জানা যাবে।

মোবাইলঃ 01753-555222, 01301-026419, 01896-281604

অধ্যক্ষ, বাংলাদেশ কমার্স কলেজ, ঢাকা

(মা হাদ স্কুলের একটি অঙ্গ প্রতিষ্ঠান)